• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

স্বপন সরকারের ‘বাঁকা চোখ’


প্রকাশের সময় : মার্চ ১, ২০১৯, ৩:৪১ PM / ৫০
স্বপন সরকারের ‘বাঁকা চোখ’

(কবিতা সমগ্র-৭৯৬)
_____________________________________________

পরশ্রীকাতররা প্রতিনিয়ত দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে,
ক্রমশ করে বিদ্ধ শিরা উপশিরায়
আর দু’চোখ ভিজিয়ে দেয় অসময়ের বৃষ্টিতে।
থাকেনা বিন্দুমাত্র সৌজন্যতার ছিটেফোঁটা,
হীন স্বার্থ মূখ্য রেখেই অহরহ
বিদ্ধ করে যায় বুকের মাঝে অসহনীয় কাঁটা।
ভূক্তভোগীর হৃদয়ে ঘটে রক্ত জবার বিপ্লব,
প্রতিবাদের ভাষায় থাকে যদিও ব্জ্র আঁটুনি
তবুও নিন্দুকের কারণে ফিরে পায়না মনের পত্র পল্লব।
ঘুরে দাঁড়াতে চায় প্রতিবার প্রতিনিয়ত একাকী,
শক্ত হাতে ধরে চলমান হাল
তারপরও পারেনা উঠে দাঁড়াতে সময় যে দেয় ফাঁকি।
সুযোগ সন্ধানীরা আগলে থাকে ত্রিসীমানা জুড়ে,
হৃদয়ের রক্ত চোষে নেয় বলে বারবার
পায়না তাই একটু সুখ শান্তি আর ফিরে।