• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

স্বপন সরকারের ‘ছন্দ হারিয়ে যায়’


প্রকাশের সময় : মার্চ ৮, ২০১৯, ১:৫৭ AM / ৩৬
স্বপন সরকারের ‘ছন্দ হারিয়ে যায়’

________________________________________
(কবিতা সমগ্র–৮০৭)
জীবনে কূয়াশা কূয়াশা গল্প আসে নিয়মের মাঝে
থাকেনা সেথায় ছন্দ কখনো,
ছোট ছোট ছন্দ ভালবেসে হয়না গড়া জীবন কবিতা
যদিও স্বপ্ন দেখায় মগ্ন তখনো।
শেষ পরিণতি না ভেবেই দু’চোখে আসে স্বপ্ন
প্রত্যাশা থাকে গড়বো মনের স্বর্গ,
যদি না থাকে ললাটে ভাগ্যের চাবিকাঠি
তবে কি করে স্বপ্ন দিবে অর্ঘ্য!
স্বপ্ন বিভোর মন যতই থাকুক একাকী মগ্ন
যদি না থাকে তাল,লয় ছন্দ,
কি করে আর আসবে ভাষা লিখতে জীবনের গান
এটাই যে থাকে মনের দ্বন্দ্ব।
দক্ষিণা জানালায় বেজে যায় ভায়োলিনের সুর
হয়না তা কখনো শ্রুতি মধুর,
নীরব নিস্তব্ধতায় ঝরে পড়ে দু,চোখে বৃষ্টিধারা
ছন্দ হারানো মন হয় বেদনা বিদুর।