• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

স্বতন্ত্র থেকে নির্বাচন করবে হিরো আলম


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০১৮, ১:৫৬ PM / ৫৯
স্বতন্ত্র থেকে নির্বাচন করবে হিরো আলম

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলোচিত ফেসবুক-ইউটিউব অভিনেতা হিরো আলম। তার প্রার্থীতার বিষয়ে এখনো দলের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় স্বতন্ত্র থেকে নির্বাচন করার কথা ভাবছেন তিনি।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করতে আজ বুধবার মনোনয়নপত্র জমা দেবেন তিনি।

হিরো আলম বলেন, জাতীয় পার্টি মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বো। নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আকতারের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন তিনি।

জাতীয় পার্টি যেসব আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে দরকষাকষি করছে, তাতে স্বাভাবিকভাবেই নাম নেই হিরো আলমের। এমন তথ্য জানার পরই স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়াই করার কথা জানান হিরো আলম।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৫২পিএম/২৮/১১/২০১৮ইং)