• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

সৌদিতে ২বারের বেশি মেয়াদ উত্তীর্ণ হলে ইকামা বাতিল!


প্রকাশের সময় : জুন ১৩, ২০১৯, ৭:১৫ PM / ৪৪
সৌদিতে ২বারের বেশি মেয়াদ উত্তীর্ণ হলে ইকামা বাতিল!

সৌদি থেকে সবুজ আহমেদ : সাম্প্রতিক কালে সৌদি পাসপোর্ট বিভাগ হতে জানানো হয়েছে পূর্ববর্তী নিয়ম অনুযায়ী প্রথমবার ইকামা মেয়াদ উত্তীর্ণ হলে ৫০০ রিয়াল জরিমানা, এবং দ্বিতীয়বার মেয়াদ উত্তীর্ণ হলে দ্বিগুণ জরিমানা ১০০০ হাজার রিয়াল দিয়ে ইকামা নবায়ন করতে হয়। এই নিয়ম বর্তমানেও বলবৎ রয়েছে।

তবে, নতুন ঘোষণাতে বলা হয়েছে, যদি তৃতীয়বার কারো ইকামা মেয়াদ উত্তীর্ণ হয়, তাহলে ইকামাটি নবায়নের সুযোগ আর থাকবে না। সেক্ষেত্রে ইকামাধারী অবৈধ হয়ে যাবেন। এবং পুলিশ ধরলে দেশে পাঠিয়ে দেবে।

সৌদি জাওজাতের বরাতে সৌদি আরবের প্রধান পত্রিকাগুলো এই খবর ফলাও করে প্রচার করেছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:১৩পিএম/১৩/৬/২০১৯ইং)