• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

সেন্ট্রাল হাসপাতালে ঢাবি ছাত্রীর মৃত্যু : পরিচালক গ্রেফতার


প্রকাশের সময় : মে ১৯, ২০১৭, ১২:২৬ PM / ৪৭
সেন্ট্রাল হাসপাতালে ঢাবি ছাত্রীর মৃত্যু : পরিচালক গ্রেফতার

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় হাসপাতালের পরিচালক ডা. এ এম কাশেমকে গ্রেফতার করা হয়েছে।

ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) এসআই মশিউল গণমাধ্যমকে জানান, চিকিৎসাধীন অবস্থায় ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনার পর বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়ে হাসপাতালে হামলা ও ভাঙচুর চালান।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেন্ট্রাল হাসপাতালের পরিচালক এ এম কাশেমকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ আলী পরিচালকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। সে মামলায় হাসপাতালের পরিচালককে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে এসআই মশিউল জানান।

জানা যায়, গত বুধবার জ্বর নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া আক্তার চৈতি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান চৈতি। নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

ওই হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কারণে চৈতির মৃত্যু হয়েছে বলে ঢাবির অভিযোগ।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:২৫পিএম/১৯/৫/২০১৭ইং)