• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন

সেন্টু চেয়ারম্যানের নির্দেশনায় পাগলা পূর্বপাড়া বৈরাগী বাড়ি এলাকার রাস্তায় আরসিসি ঢালাই ও ড্রেনের কাজ শুরু


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ৯:৫৯ PM / ৫৬
সেন্টু চেয়ারম্যানের নির্দেশনায় পাগলা পূর্বপাড়া বৈরাগী বাড়ি এলাকার রাস্তায় আরসিসি ঢালাই ও ড্রেনের কাজ শুরু

ফতুল্লা প্রতিনিধি : কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারবারের সফল জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টুর নির্দেশনায় পাগলা পূর্বপাড়া বৈরাগীবাড়ি এলাকাবাসীর দূর্ভোগ লাঘবে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা পাকাকরণে আরসিসি ঢালাইয়ের কাজ শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার ৩ নভেম্বর উক্ত কাজের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জুলাই আগষ্ট বিপ্লবের সম্মুখ যোদ্ধা সরফরাজ হক সজিব, সাংবাদিক মোখলেসুর রহমান তোতা, পাগলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো : মনিরুল ইসলাম সহ প্রমুখ।

উল্লেখ্য, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় কৃত্রিম জলাবদ্ধতার।বাড়ির আঙিনা তলিয়ে যায় নোংরা পানিতে এতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছিল পাগলা পুর্বপাড়া বৈরাগীবাড়ি এলাকার স্কুল, কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে শিশু, নারী ও পুরুষদের।এলাকাবাসীর দীর্ঘ দিনের অবর্ননীয় কষ্ট ও দূর্ভোগের বিষয়টি কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারবারের সফল জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মো মনিরুল আলম সেন্টুকে অবগত করেন জুলাই আগষ্ট বিপ্লবের সম্মুখ যোদ্ধা, মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাওয়া সরফরাজ হক সজিব। এলাকাবাসীর পক্ষ থেকে সরফরাজ হক সজিব চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর নিকট জোর দাবি জানান তিনি যেনো বোম্বে ডাইং থেকে রয়েলের বাড়ি পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা পাকাকরণে ডালাইয়ের কাজ এবং খালের উপর একটি কালভার্ট করে দেন। সরফরাজ হক সজিব এর দাবির প্রেক্ষিতে জনতার চেয়ারম্যান আলহাজ্ব মো মনিরুল আলম সেন্টু বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং তিনি প্রতিশ্রুতি দেন খুব শীগ্রই এই কাজ করে দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় সোমবার এই কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।