• ঢাকা
  • বুধবার, ২৯ মে ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

সুষ্ঠু তদন্ত করে ইবির সেই শিক্ষককে শাস্তির দাবি সাধারণ শিক্ষার্থীদের


প্রকাশের সময় : জুলাই ৮, ২০১৮, ৬:৪১ PM / ৭২
সুষ্ঠু তদন্ত করে ইবির সেই শিক্ষককে শাস্তির দাবি সাধারণ শিক্ষার্থীদের

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক কর্তৃক নিজ বিভাগের ছাত্রীকে হেনস্থার প্রতিবাদে প্রতিবাদ র‍্যালি করেছেন  সাধারণ শিক্ষার্থীরা।অাজ  ৮ জুলাই রবিবার বেলা ১১টায়   বিশ্ববিদ্যালয়ের  ডায়না চত্ত্বর হতে  শুরু করে র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ র‍্যালিতে বিভিন্ন স্লোগান দেন সাধারণ শিক্ষার্থীরা।
“ইবির ছাত্রসমাজ এক হও এক হও,আমার বোন লাঞ্চিত কেন ,প্রসাশনের জবাব চাই জবাব চাই”,” আমার বোনের উপর হুমকি কেন,প্রসাশন জবাব চাই”, যৌন হয়রানি মুক্ত ক্লাস চাই”,যৌন হয়রানি মুক্ত ক্যাম্পাস চাই” এরকম স্লোগানে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।

জানা যায়, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্চয় কুমার সরকার নিজ বিভাগের বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে মানসিকভাবে হেনস্থা করেন। পরে ওই শিক্ষার্থী মানসিকভারসাম্য হারিয়ে ফেলে।

গত শুক্রবার বেলা ১১টার দিকে খালেদা জিয়া হল কর্তৃপক্ষ মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেয়। পরে মেয়েটির ভাই এসে তাকে ঢাকায় নিয়ে যায়। শনিবার ওই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ওই শিক্ষককে শাস্তির আওতায় আনার জোর দাবি জানায়।

উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘বিষয়টি জেনেছি,তবে লিখিত অভিযোগ পেলে যৌন নির্যাতন প্রতিরোধ সেলের মাধ্যেমে অপরাধীর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:৪০পিএম/৮/৭/২০১৮ইং)