• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে জৈব পদ্ধতিতে শাক-সবজি চাষ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০১৭, ১১:০৯ AM / ৪০
সুনামগঞ্জে জৈব পদ্ধতিতে শাক-সবজি চাষ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে ঋণ গ্রহনকারী সদস্যদের জৈব পদ্ধতিতে শাক-সবজি চাষ বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপজেলার সুরমা ইউনিয়নে বিভিন্ন রকম শাক-সবজি উৎপাদন হয়। অধিকাংশ কৃষক প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ করেন। শাক-সবজি চাষের জন্য পদক্ষেপ থেকে অনেকই ঋণ গ্রহন করেছেন। এ সকল কৃষক শাক-সবজি চাষে যেন লভবান হন এ জন্য জৈব পদ্ধতিতে শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে পদক্ষেপ। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিকাশ চন্দ্র তালুকদার। প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগীতা করেন এমআইএস অফিসার মোঃ মনিরুজ্জামান, এসডিও অলগগীর ও আঃ রহিম খলিফা। সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ মজিবুল হক জানান, সুরমা ইউনিয়নে ফুলকপি, বাধাকপি, টমেটো, বেগুনসহ বিভিন্ন সবজি চাষ করা হয়, কৃষকরা সাময়িক লাভের লোভে অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করে পরিবেশের ক্ষতি করছেন। মাটির গুনাগুন ঠিক রেখে জৈব পদ্ধতিতে শাক-সবজি চাষ করলেও লাভবান হওয়া যায় তা অনেক কৃষকই জানেন না। পদক্ষেপ থেকে যে সকল সদস্য কৃষি কাজের জন্য ঋণ গ্রহন করেছেণ তাদের মধ্যে ২৫ জনকে নিয়ে একটি ব্যাচ করে প্রশিক্ষণ শুরু করেন। তিনি আরো জানান যে পর্যায়ক্রমে উন্নত পদ্ধতিতে গাভী পালন, ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন, মাচা পদ্ধতিতে ছাগল পালন, পুকুরে মাছ চাষ, হাঁস-মূরগী পালন, গরু মোটাতাজাকরণসহ বিভিন্ন বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সহায়তায় প্রশিক্ষণ দেওয়া হবে এবং ভার্মি কম্পোষ্ট সার উৎপাদন প্লান্ট স্থাপনে অর্থিক ও কারিগরি সহায়তাসহ মাটির গুনগত মান এবং সুষম সার প্রয়োগ নিশ্চিত করার জন্য পরীক্ষার সুযোগ রয়েছে পদক্ষেপে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:০০এএম/৭/২/২০১৭ইং)