• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন

সীমাবদ্ধ জীবন


প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০১৮, ১১:৫৪ AM / ৪০
সীমাবদ্ধ জীবন

মহুয়া বাবর
_______________________________________
আজ সৈকতে চঞ্চল রোদ্দুর
সমুদ্রও তাই উচ্ছল অস্থির
ঢেউ এসে বার বার আঘাত হানছে শৈবালের গায়ে
মুহুর্তে শৈলচূড়ায় উঠে ঝর্ণার জলে সুরঙ্গী হয়ে নামে
গুল্মলতায় নতুন কিশলয় আবার জেগে উঠবে
কচি সবুজ পাতা আর হলুদ খয়ের রঙে হবে রঙিন
নীচে ছোট নুড়ি পাথরগুলো ধুয়ে চকচকে এখন
বড় গাছ গুলোর পল্লব নড়ে উঠছে উষ্ণতায়
আজ অসম্ভবের বলি হয়েছে নতুন সম্ভাবনায়।

শ্রমিক বণিক পাড়ি দেয় জীবিকার অন্বেষণে
ক্লান্ত নাবিক তার সুদক্ষ হাতে দাঁড় টানে
বহু জলজ প্রাণী এ নোনা জলে
আলোয় আঁধারে
মাঝি ডিঙি নামিয়ে আনন্দে মাতে ইলিশ প্রহরে
পাখিরা দিগন্ত খুঁজে পায় কি পায়না জানিনা
তবু তারা বিশাল সমুদ্র পাড়ি দিয়ে ক্লান্ত হয়না
অথচ মানুষ সেখানে গিয়ে আর ফিরে আসেনা।

ঘরছাড়া হয়ে কেউ নিঃশ্বাস নিতে আসে
কেউ বা ভালবেসে আসে এই সমুদ্র তীরে
ক্ষণিকের এই পথিকেরে মনে রবে কি তোমার
এইতো একটু আগেই বসেছিলেম গাছের গুঁড়িতে
পা দুটো ছুঁয়ে তোমার জলে
তুমিও মৃদু সাড়া দিয়েছিলে
হয়তো আবার দেখা হবে এ পথে কালের স্রোতে
ওগো আদিম!ওগো অকৃত্রিম বন্ধুটি আমার!

তোমার বিশালতা আজো অলৌকিক
স্রষ্টার সাথে তোমার এক অদ্ভুত যোগ
তোমার তারুণ্য হয়তো হারিয়ে যাবে কালের গর্ভে
তবু তুমি রয়ে যাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রূপে গর্বে
ইতিহাস আবার তোমায় খুঁজে পাবে মানচিত্রে
কিংবা বিখ্যাত কোনো শিল্পীর দারুণ ক্যানভাসে
আমরা শুধু হারিয়ে যাই সীমাবদ্ধ জীবনে।