

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা : প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাঁরা এই সমাজেরই মানুষ এবং আমাদেরই সন্তান। তাঁদের পাশে সবসময় সর্বদা আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা কাজ করছে। তারই ধারাবাহিকতায় ৩রা নভেম্বর সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মধুঘরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অনুদান জিআর চাউল প্রতিবন্ধীদের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়।
আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সেলিম রেজা মাস্টারের সভাপতিত্বে মানবিক কর্মসূচীর আওতায় চাউল বিতরণ করেন সরকারিভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার প্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর সভাপতি মোঃ লিটন চাল বিতরণ কালে বলেন, বর্তমানে প্রতিবন্ধীরা সরকারি এবং বেসরকারি ভাবে যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছে এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলির মাধ্যমেও সেবা
পাচ্ছে। আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এই মানবিক কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের যুবদল নেতা মন্তাজ উদ্দিন মন্তু, সাংবাদিক নেতা ও মানবাধিকার কর্মী শফিকুল ইসলাম আরজু এবং সমাজকর্মী শাকিলা ইসলাম সহ অন্যান্য স্বেচ্ছাসেবক ও মানবিক যোদ্ধারা।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :