• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

সালমা শেফা’র দুটি কবিতা


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০১৮, ১০:৪১ AM / ৩৪
সালমা শেফা’র দুটি কবিতা

ভালোবাসার মাশুল
__________________________________________
কোনো এক স্বর্নালী ভোরের আশায়
ভুলের নামে বেড়ে ওঠা আমার প্রণয়
নিঃসঙ্গ করেছে আমায়…
উদাস দুপুরে
ক্লান্ত বিকেলে
কফির কাপে
বেড়ে উঠেছিলো প্রেম
বিভোর এক
অজানা টানে..
অতঃপরজেনেছি
আসলে একা সবাই
কদম, কদম একা সবাই
ভাব. ভনিতা যতোই করি
মাঝ রাত্তিরে একা সবাই
বোঝাপড়ার শূন্য অংক মেলাই
কেবল ওদের সাথেই
হাঁটতে হবে একা
দেখা ভালেবাসা ঘাঁটতে হবে
হবেনা কিছুই উসুল
এ যে ভালোবাসার মাশুল!

ফেরা
_______________________________________________
অতঃপর নিসঃঙ্গ গল্পের দিন শেষ
নস্ট হয়ে যাওয়া বেলা
মৃতপ্রায় জোছনা,
ক্ষয়ে যাওয়া চাঁদ
এখন আবার
শতক আলোতে উদ্ভাসিত
ধূলোমাখা বিষাদ নিয়ে ফেরা
বিপন্ন ভালোবাসা
তোমার আংঙ্গুলের স্পর্শে রঙ্গিন হয়
আলোর মুখ দেখা
আঁধার কখনো
দীর্ঘজীবি নয়।