• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০২:০০ অপরাহ্ন

সালমান আবিরের ‘প্রেমকাব্য’


প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০১৯, ১০:২৪ PM / ৪০
সালমান আবিরের ‘প্রেমকাব্য’

___________________________________________________

আমি তোমায় ভেবে কাব্য লিখি
নিশিরাত ভোর হয় তোমার ছবি আঁকি,
রঙধনুর সাত রঙ হতে রঙ নিয়ে-
কতো ভাবে যে তোমায় সাজাতে থাকি !
কতো সহস্রবার বনোলতার পাতাগুলো দিয়ে
কতো নিপুন করে তোমাকে মাখিয়েছি,

হঠাৎ হারিয়ে যাও তুমি সে ক্ষনে
ভাবি কোন এক অবহেলাই আসবে তুমি
তুমি সত্যিই আসো কখনো ভোরের শিশিরে
কখনোবা ভেঁসে আসো ডানা মেলে উড়তে
থাকা হরেক রঙের প্রজাপতির বেঁশে
কখনো বা সবুজ ঘাঁসে লেগে থাকা
ঘাস ফরিং এর ডানাতে ভেঁসে
কখনো কখনো তো কালোমেঘের কেঁশে।

তুমি কি সত্যিই বুঝ?
তোমায় ভেবে আমার গাঁথা অজস্রমালা
তোমার খোপাতে জারায়ে রাখি,
তুমি কি দেখো আমার হৃদয়ের গভীরে
তোমাকে নিয়ে সাজানো ভালোবাসার মায়াকথা
তুমি কি বুঝো তোমায় ভেঁবে ভেঁবে
আমার অনূভূতি আমাদের ভালোবাসার অনূভূতি।