• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

সালমান আবিরের ‘অমরত্বের একুশ’


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০১৯, ৩:৪২ PM / ৩৭
সালমান আবিরের ‘অমরত্বের একুশ’

__________________________________

সে দিনের সে ভোর
সূর্যাস্তের লাল রঙের প্রভাতফেরির ভোর,
শ্লোগান আর মিছিলে উত্তাল ঢাকা,
সাহসি বিরের রক্তমাখা
একমাত্র বাংলা হবে রাষ্ট্রভাষা।

সেদিনের সে ভোর-
লাল রঙের প্রভাতফেরির ভোর,
এ ভাষা আমার মায়ের ভাষা-
এ ভাষা আমার প্রানের ভাষা
আমার একমাত্র অধিকার-
কে নিবে ছিনায়ে আমার অধিকার,
এ দুঃসাহস দেখবো আছে কার?

ওতপেতে থাকা হায়না শকুন
মিছিলের বুকে ছুড়লো গুলি
রক্তে রক্তে রাজপথ হলো লাল
আমার শহিদ ভাইদের পবিত্র রক্তমিশে লাল।

হারিয়ে গেলো কতো প্রাণ
রফিক,শফিক,জব্বার সহ
ভাষার পক্ষে প্রথম যুদ্ধে
নাম না জানা আরো কতো জনে
হাঁসি মুখে জিবন করিলো দান।

চালাও বন্দুক আছে যতো বুলেট
মিছিল নিয়ে তবু হেঁটে চল
প্রস্তুত মোরা যোদ্ধা মোরা সাহসি যোদ্ধা
হিংস্র হায়না পিছিয়ে গেলো ভয়ে,

আজও মোরা শ্রদ্ধা নিয়ে বলি
আমার ভাইয়ের রক্তে রাঙানো-
একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।