• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

সারা দেশের স্বর্ণের দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘট


প্রকাশের সময় : জুন ৮, ২০১৭, ১০:৫৭ AM / ৩৬
সারা দেশের স্বর্ণের দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘট

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সারা দেশের সোনার দোকান আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

আপন জুয়েলার্সের সোনা ও হীরা জব্দ করার সাম্প্রতিক ঘটনা নিয়ে বুধবার দুপুর ১২টায় জুয়েলার্স সমিতির নেতারা বায়তুল মোকাররম মার্কেটের নিজস্ব কার্যালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সোনার দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘটের বিষয়টি সাংবাদিকদের জানান সমিতির সহসভাপতি এনামুল হক খান।
সভা শেষে সমিতির সহ-সভাপতি এনামুল হক খান বলেন, দুই দফা দাবিতে ১২ জুন বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে স্মারকলিপি প্রদান এবং ১৫ জুন ঢাকায় সমাবেশ করা হবে।

উল্লেখ্য, রাজধানীর বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে আটকে রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গত ৬ মে বনানী থানায় মামলা হয়।

মামলায় প্রধান আসামি করা হয় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের ছেলে সাফাত আহমেদকে।

এ ঘটনার প্রেক্ষিতে আপন জুয়েলার্সের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও অবৈধ ব্যবসার অভিযোগ উঠলে প্রতিষ্ঠানটির বিভিন্ন শো-রুমে অভিযান চালিয়ে ৫৬৭ কেজি স্বর্ণ বাজেয়াপ্ত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

গত ৬ জুন কাকরাইলে নিজ কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক ড. মইনুল খান জানান, আপন জুয়েলার্সের বাজেয়াপ্ত স্বর্ণের মধ্যে ৫৩৮ কেজিই চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে।

এ বক্তব্যের প্রেক্ষিতে ড. মইনুল খানেরও অপসারণ দাবি করেছেন বাজুস সহ-সভাপতি এনামুল হক খান।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:৫৫এএম/৮/৬/২০১৭ইং)