• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

সাপাহারে প্রচার প্রচারণায় জমে উঠেছে স্টুডেন্টস কাউন্সিল


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০১৯, ১০:৪৫ PM / ৫২
সাপাহারে প্রচার প্রচারণায় জমে উঠেছে স্টুডেন্টস কাউন্সিল

 
গোলাপ খন্দকারঃ নওগাঁর সাপাহারে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন নিয়ে সাপাহার উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় উৎসাহ উদ্দীপণায় মুখরিত হয়ে উঠেছে,মুখরিত হয়ে উঠেছে সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ পোষ্টার লিফলেট এ ছেয়ে গেছে পুরো বিদ্যালয় ক্যাম্পাস ।
আগামীকাল ২০ ফেব্রুয়ারী স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে প্রাথীরা গণসংযোগ,প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে,দিচ্ছে নানান প্রতিশ্রুতি,ঘোষনা করেছেন ইস্তেহার তারা নির্বাচিত হলে বিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য কি কি কাজে সেবা করবেন।স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে প্রাথীরা পোষ্টার লিফলেট বিতরণ করছেন । একে অপরে সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের প্রাথীর পক্ষে ভোট চাইছেন ।
স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের প্রাথীদের নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ছাত্র ছাত্রীদের মাঝে । স্টুডেন্টস কাউন্সিল পদে প্রার্থীরা সোমবার সকাল থেকে দলবেধেঁ বিদ্যালয়ে এক কক্ষ থেকে অন্য কক্ষে গিয়ে ভোট চাইছেন একে অপরে কাছে । তাদের প্রচার প্রচারণায় পোষ্টার লিফলেট বিতরণ করছে ছাত্র ছাত্রীদের কাছে । পোষ্টারের মধ্যে লেখা আপনাদের মুল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন।
ইস্তেহারে লিখেছেন নির্বাচিত হলে শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ ক্লাব,স্কুল লাইব্রেরীতে বই পড়তে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান,বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্ন রাখা,ফুলের বাগান তৈরি,ঝরে পড়া রোধ, মেধাবী গরীব শিক্ষার্থীদের সহপাঠীদের সাথে নিয়ে সহযোগিতা সহ অনেক প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা।বিদ্যালয়ের চারিদিকে পোষ্টার লাগিয়ে অবাক করেছেন স্টুডেন্ট কাউন্সিল প্রাথীরা।এই নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:৪৬পিএম/১৯/২/২০১৯ইং)