• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

সাত মার্চ


প্রকাশের সময় : মার্চ ৬, ২০১৮, ৯:১৭ PM / ৩৭
সাত মার্চ

ইমরান পরশ

______________________

সাত মার্চ বাঙালির অতিশয় গর্বের
এইদিন শুরু হলো স্বাধীনতা পর্বের।
উত্তাল ছিল সেই রেসকোর্স ময়দান
গেয়েছিল জনগণ বাংলার জয়গান।

কাব্যের মহিমায় দোলায়িত ছন্দ
কারো মনে ছিল না তো এতটুকু দ্বন্দ্ব।
নির্ভীক জনতার ছিল না তো সংশয়
একজন কাণ্ডারি দিয়েছিল নির্ভয়।

রেসকোর্স ময়দানে উত্তাল ঢেউ ছিল
তাঁর বাণী রুখবার, কোথাও কেউ ছিল?
এবারের সংগ্রাম’ দিতে হবে অধিকার
বাঙালিই বুঝে নেবে বাংলার গদি কার!

সেই শুরু বাঙালির স্বপ্নের বীজ বোনা
বাংলার এই মাটি হয় যেন কাঁচা সোনা।
কোটি কোটি জনতার কাণ্ডারি মুজিবুর
প্রিয় গানে সুর দেন স্বাধীনতা সুমধুর।