• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

সাক্কুর বিরুদ্ধে পরোয়ানা রাজনৈতিক উদ্দেশ্যেই : ফখরুল


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০১৭, ৭:৩৪ PM / ৪৮
সাক্কুর বিরুদ্ধে পরোয়ানা রাজনৈতিক উদ্দেশ্যেই : ফখরুল

ঢাকারনিউজ২৪.কম:

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের শুধু ভিন্নমতাবলম্বী হওয়ার কারণে মিথ্যা মামলায় বরখাস্ত করছে এবং নতুন করে মিথ্যা মামলা দিচ্ছে। ২০০৮ সালে দায়ের করা মামলায় এতদিন পর অভিযোগপত্র জমা দেয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি এবং মালামাল জব্দের নির্দেশে আমরা ক্ষুব্ধ। এতে আবারও প্রমাণ হলো, এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না।

তিনি বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট মনিরুলকে জামিন দিয়েছেন। তারপরও কীভাবে গ্রেফতারি পরোয়ানা জারি হলো তা বোধগম্য নয়।

বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি সিলেট, রাজশাহী, খুলনা ও গাজীপুরের মেয়রদের মিথ্যা মামলায় বরখাস্ত করার মাধ্যমে কারারুদ্ধ করে রাখা হয়েছিল এবং হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও মিথ্যা মামলা দিয়ে বরখাস্ত করা হয়েছিল। মনিরুলকেও একইভাবে হয়রানি করা হচ্ছে।

সাক্কুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাকে দায়িত্ব গ্রহণের আইনগত অধিকার দেয়ার দাবি জানান মির্জা ফখরুল।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৭.৩৩পিএম/১৯//২০১৭ইং)