• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

সাইনবোর্ড থেকে ভূইগড় পর্যন্ত ত্রাসের রাজত্ব : অভিযোগের পাহাড়, নেই দলীয় কোনো ব্যবস্থা


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ৮:২৭ AM / ৭৬
সাইনবোর্ড থেকে ভূইগড় পর্যন্ত ত্রাসের রাজত্ব : অভিযোগের পাহাড়, নেই দলীয় কোনো ব্যবস্থা

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভূইগড়, সাইনবোর্ড,শান্তিধারা গিরিধারা মাহমুদপুর সহ আশপাশের এলাকায় বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখল বাজি সন্ত্রাসী কার্যক্রম সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছেন তারা। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন বিএনপি’র নেতাকর্মীর নাম ব্যবহার করে, কেউ বা দলের পরিচয় ব্যবহার করে নানা অপকর্ম করে বেড়াচ্ছেন  এতে করে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছেন বলে মনে করছেন প্রকৃত বিএনপির ত্যাগি নেতাকর্মীরা।

অভিযোগে জানা গেছে, গত ৫ ই আগষ্ট আওয়ামী লীগের পতনের পর থেকেই সাইনবোর্ড গিরিধারা শান্তি ধারা এলাকায় দখল বাজি, চাঁদাবাজি, লুটপাট সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছেন তারা। এদের বিরুদ্ধে প্রশাসনের একাধিক মহলেও অভিযোগ দায়ের করলেও কোন ব্যবস্থা নিচ্ছেন না প্রশাসন।

আর এতে করে সাধারণ মানুষের আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছেন এখন তারা। গত ৫ ই নভেম্বর বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জের বেশ কয়েকজন সাংবাদিক সাইনবোর্ড গিরিধারা এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে ৩ সাংবাদিককে বেধরক পিটিয়ে গুরুতর আহত করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতাউর রাব্বির বাবা জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক শাহাদাত পুলিশ।

তার বিরুদ্ধে এলাকায় খোঁজখবর নিতে গেলে এলাকাবাসী জানান, ৫ ই আগস্টের পর ছেলে ও বাবা দু’জনে মিলে সাইনবোর্ড এলাকায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করছেন, লুটপাট দখলবাজি সহ নানা অপকর্মের হোতা বাবা ও ছেলে। শুধু সাংবাদিকদের নয়, এলাকার কেউ যদি তাদের বিরুদ্ধে কোন কথা বলেন তাদেরকে তাদের নিজ বাহিনী দ্বারা বিভিন্ন হুমকি ধামকি ও হামলা মামলার শিকার হতে হয়। এ বিষয়ে ফতুলা থানায় একাধিক অভিযোগ হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে প্রশাসন।

এতেই শেষ নয়, সাইনবোর্ড ভূইগড় এলাকার ত্রাসের রাজত্বের অন্যতম হচ্ছেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। এই তালিকায় অন্যান্যের মধ্যে রয়েছেন মাজিদুল, আতাউর রাব্বি, কাজী নাজমুল, সাজিদ, লিটন।

তাদের প্রত্যেকের রয়েছেন কিশোরগ্যাং বাহিনী। এলাকায় প্রতিনিয়ত মহড়া দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি সহ নানা অপকর্ম। ৫ আগস্টের পর আওয়ামী লীগের পতনের পর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নেতাকর্মীকে বিভিন্ন অপকর্মের জন্য বহিষ্কার করা হলেও এদের বিরুদ্ধে দলীয় কোন ব্যবস্থা না নেওয়ায় তারা এখন হয়ে পড়েছেন জনগণের আতঙ্কের আরেক নাম।

এলাকাবাসী ও বিএনপির ত্যাগী নেতাকর্মীদের দাবি- অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এদেরকে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।