• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

সরকার যাদের চাইবে তাদের নিয়েই নির্বাচন : নাসিম


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০১৭, ২:২০ PM / ৪৩
সরকার যাদের চাইবে তাদের নিয়েই নির্বাচন : নাসিম

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সরকার যাদের চাইবে, তাদের নিয়েই নির্বাচন হবে- এমন ইঙ্গিত দিয়েছেন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার গঠন করবেন। তিনি যাকে নির্বাচনকালীন সরকারে নিবেন বলে মনে করেন তাদের নিয়েই নির্বাচন পরিচালিত হবে।’
বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে নাসিম বলেন, ‘এটা সংবিধানে আছে। পৃথিবীর বিভিন্ন দেশে এর প্রচলনও আছে।’
নাসিম বলেন, ‘বিএনপিসহ সব রাজনৈতিক দলগুলোকে বলব আপনারা দয়া করে নির্বাচনে আসুন। জনগণের রায় নিন। জনগণ যে রায় দেয় তা মেনে নিন।’
এভিএম ভোটিং পদ্ধতি নির্বাচন সম্পর্কে নাসিম বলেন, ‘এটা একটা একটা স্বচ্ছ প্রক্রিয়া। পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তাছাড়া জনগণ এখন সচেতন তাদের ফাঁকি দেওয়া যাবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:০৫পিএম/১৭/২/২০১৭ইং)