• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১২:০০ অপরাহ্ন

সরকার জঙ্গি নির্মূলে জিরো টলারেন্স নীতিতে


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০১৭, ৭:৫১ PM / ৪২
সরকার জঙ্গি নির্মূলে জিরো টলারেন্স নীতিতে

ঢাকারনিউজ২৪.কম:

‘জঙ্গি নির্মূলে জিরো টলারেন্স নীতিতে আছে সরকার। এই দেশে জঙ্গিবাদের কোনো স্থান হবে না।’ বলে মন্তব্য করেছেন  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

রোববার সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় একটি বেসরকারি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিমানবন্দরগুলোতে আগে থেকেই নিরাপত্তা জোরদার ছিল, এখন তা আরো বাড়ানো হয়েছে। আগে একাধিক দর্শনার্থী বিমানবন্দরের ভেতরে যেতে পারতেন, এখন একজনের বেশি যেতে পারেন না। একই সঙ্গে তল্লাশিও বাড়ানো হয়েছে।’

আইউব করম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক ও দোয়ারাবাজার) সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাশ, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান প্রমুখ।

যুক্তরাজ্যপ্রবাসী আইউব করম আলী নামের এক ব্যক্তি একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। সকাল ১১টায় মন্ত্রী সেই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৭:৪৮পিএম/১৯//২০১৭ইং)