• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন

সরকারিভাবে জর্দান যাবে ১ হাজার নারী গার্মেন্টকর্মী


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০১৭, ১১:১৬ AM / ১২৮
সরকারিভাবে জর্দান যাবে ১ হাজার নারী গার্মেন্টকর্মী

 
ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : রেডিমেট পোশাক তৈরির জন্য বাংলাদেশ থেকে ১০০০ নারী মেশিন অপারেটর নেবে জর্দানের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে স্বল্প খরচে এ কর্মী পাঠানো হবে।

যোগ্যতা
– পোশাক কারখানার মেশিন অপারেটর পদে কাজের অভিজ্ঞতা
– বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে
– প্রার্থীকে অক্ষরজ্ঞানসম্পন্ন হতে হবে
– প্রার্থীকে বাংলাদেশের পাসপোর্টধারী হতে হবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে
-নিজের মোবাইল নম্বরসহ আরও দুটি সচল নম্বর বোয়েসেলের ফরমে উল্লেখ করতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা:
চুক্তি অনুসারে প্রাথমিকভাবে তিন বছরের জন্য নেওয়া হবে কর্মীদের। কর্মীরা চাইলে বাড়াতে পারবে চুক্তির মেয়াদ। একজন কর্মীকে দৈনিক আট ঘণ্টা কাজ করতে হবে। সপ্তাহে এক দিন ছুটি। কর্মীরা চাইলে অতিরিক্ত সময় কাজ করতে পারবে। সে ক্ষেত্রে অতিরিক্ত কর্মঘণ্টার মজুরি পাওয়া যাবে জর্দানের শ্রম আইন অনুসারে। কর্মীদের থাকা-খাওয়া ও প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান। জর্দানে যাওয়ার বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া দেবে নিয়োগকারী কোম্পানি।

আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০১৭

আবেদনের নিয়ম:
নির্দিষ্ট তারিখের মধ্যে যেকোন দিন সকাল ৭টায় বাংলাদেশ-জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর-২, ঢাকা ঠিকানায় হাজির হয়ে বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। এ ছাড়া শহীদ শেখ ফজিলাতুননেসা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি, জিরানী, গাজীপুর কেন্দ্রে মে মাসের ৫, ১২, ১৯ ও ২৬ তারিখে উপস্থিত হয়ে বাছাই পরীক্ষায় অংশ নেয়া যাবে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:১২এএম/১৫/৪/২০১৭ইং)