• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

সমস্যা মুশফিকের : পাপন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০১৭, ১২:৩১ PM / ৪৪
সমস্যা মুশফিকের : পাপন

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং অর্ডার দেখে সবারই চোখ কপালে। চারে নামানো হলো নাসির হোসেনকে। আটে পাঠিয়ে দেওয়া হলো মুমিনুল হককে। কেন? অধিনায়ক মুশফিকুর রহীম বলছেন, সিদ্ধান্তটা তার নয়, টিম ম্যানেজমেন্টের। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, সমস্যাটা মুশফিকেরই।

বৃহস্পতিবার ম্যাচ শেষে ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্নের জবাবে মুশফিক বলেছিলেন, ‘এটা তো আমার সিদ্ধান্ত না। আমি তো কিপিংও করতে চাই। এই প্রশ্নটা যারা উপরে আছেন। যিনি সিলেক্ট করেছেন তাকে করলেই ভালো।’

মুশফিকের পরিষ্কার ইঙ্গিত কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকে। শুক্রবার চট্টগ্রাম টেস্ট নিয়ে কথা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে করা মুশফিকের মন্তব্যের রেশ ধরেই শুরু করেন তিনি, ‘সমস্যাটা মুশফিকের। এছাড়া আমার কিছু বলার নেই। মাশরাফি ক্যাপ্টেন্সি করে না? সে তো এমন সমস্যা পড়ে না। সাকিব টি-টুয়েন্টিতে ক্যাপ্টেন্সি করবে। আমি লিখে দিতে পারি সাকিবও এই সমস্যায় পড়বে না।’
পাপন বলেন, ‘ এই জিনিসগুলো ক্যাপ্টেনেরই সিদ্ধান্ত। কোচ বলেন আমরা বলেন আমরা বাইরে থেকে স্ট্রেটেজি দিতে পারি কিন্তু মূল সিদ্ধান্ত নেওয়ার অথরিটি অধিনায়কের।’

মাশরাফি ও মুশফিকের অধিনায়কত্বের পার্থক্য বুঝিয়ে পাপন বলেন, ‘আপনি কি পারবেন বলে মাশরাফিকে…(ব্যাটিং অর্ডার) চেঞ্জ করাতে? ও যদি মনে করে একে এখানে নামাবো। সে নামাবে। আমরা বাইরে থেকে ইনফরমেশন দিতে পারি। কিন্তু কাকে কখন বোলিং দিবে সেটা মাশরাফিই সিদ্ধান্ত নেয়।’

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ১ থেকে ৫ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং অর্ডারে সবাই ছিলেন বাঁহাতি। অফ স্পিনার ন্যাথান লায়নের জন্য যা ছিলো পোয়াবারো। দ্বিতীয় ইনিংসে লায়ন ফাঁড়া কাটাতে আনা হয় ব্যাটিং অর্ডারে বদল। চারে একজন ডানহাতি পাঠানোর দরকার হলে কেন মুশফিকই সেখানে নামেননি। বিসিবি সভাপতির জানিয়েছেন, চট্টগ্রামে মুশফিককে চারে ব্যাট করতে বলেছিলেন তিনি। কিন্তু চারে নামেননি মুশফিক। প্রশ্ন উঠলে অধিনায়কের জবাব, ‘১২০ ওভার কিপিং করে চারে ব্যাট করা কঠিন।’
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৩০পিএম/৯/৯/২০১৭ইং)