• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

সবুজের সমারোহে চলনবিল


প্রকাশের সময় : মার্চ ৫, ২০১৮, ৪:২৭ PM / ৩৮
সবুজের সমারোহে চলনবিল

 

শের মোহাম্মদ, গুরুদাসপুর : শষ্য শ্যামলা সবুজ বাংলার কৃষি ভান্ডার খ্যাত চলনবিলে চলতি ইরি বোরো মৌসুমের বিস্তীর্ণ ধানের ক্ষেত এখন গাঢ় সবুজে সবুজে সমারোহ। দিগন্ত জুড়ে নজর কাড়া বোরো ফসলর মাঠ। কৃষকরা ইতি মধ্যে ক্ষেত পরিচর্যা শেষ করে দ্বিতীয় ও তৃতীয় দফার সার কীটনাশক প্রয়োগ ব্যস্ত সময় পার করছেন। নাটোর জেলার গুরুদাসপুর-সিংড়া, সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার এলাকা ঘুরে দেখা গেছে মাঠের পর মাঠ জুড়ে সবুজে সবুজে ঘিরে রয়েছে। চলনবিল এলাকার গুরুদাসপুর উপজেলার বিলসার কৃষক আফজাল হোসেন, পিপলার আব্দুস সামাদ, বিলহরিবাড়ী গ্রামের মধু মিয়া জানান, এখন পর্যন্ত কোন বালা মসিবত নেই। আবহাওয়া অনুকুলে থাকলে বা কোনরুপ প্রাকৃতিক দুর্যোগ না হলে গত বছরের তুলনায় এবার বাম্পার ফলন হবার সম্ভাবনা রয়েছে।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ইরি বোরো চাষের লক্ষ্য মাত্রার চেয়ে বেশী অর্জিত হবে বলে তিনি আশা করেন। লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ২২হাজার ৫শ ৩০হেক্টর,এর মধ্যে হাইব্রিড,উফষী ও স্থানীয় জাতের ধান রয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে কৃষকদের অধিক ফলন উৎপাদনের লক্ষ্যে বোরো ক্ষেতে পার্সিং স্থাপন করাসহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৪:২৫পিএম/৫/৩/২০১৮ইং)