• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০১৯, ১২:৩৮ PM / ৪৫
সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সবাইকে মিলেমিশে কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার(১৭ জানুয়ারি) সকাল ১০টায় তিনি বাংলাদেশ সচিবালয়ে প্র্রবেশ করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সচিবালয় ও আশপাশের এলাকা ঘিরে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা।

প্রতিদিনের মতো সচিবালয়ে সাধারণ দর্শনার্থীদের সেভাবে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে গণমাধ্যমকর্মী ও সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ ছিল স্বাভাবিক।

প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রনালয় পরিদর্শনের সময় মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তার আগে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বেশ কিছু বিষয়ে আলোচনা করেন তিনি।

বিগত সময়ে গৃহীত নানা সিদ্ধান্ত ও বর্তমান সিদ্ধান্তসমূহ উল্লেখ করে তিনি তা বাস্তবায়নের বিষয়ে খোঁজখবর নেন বলে বৈঠক সূত্রে জানা যায়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপিকে সহযোহিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলেই কাজ করতে হবে। কাজে গতি আনতে সব ধরনের সহযোগিতা তার পক্ষ থেকে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, বিগত সরকারগুলোর মতোই প্রধানমন্ত্রী এবারও দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ের কাজে গতি আনতে মন্ত্রণালয়গুলো পরিদর্শন করার উদ্যোগ গ্রহণ করেন।

এভাবে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবগুলো মন্ত্রণালয় পরিদর্শন করবেন বলে জানা গেছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:২০পিএম/১৭/১/২০১৯ইং)