• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০১৯, ৪:৪৫ PM / ৩৬
সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ : সরিষা ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে আনুষ্ঠানিক ভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল গাফ্ফার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কাজী হাবীবুর রহমান।
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সদর উপজেলা চেয়ারম্যান এড, আবুল কালাম আজাদ বিশ্বাস ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফাতেমা সুলতানা।
অনুষ্ঠানে মোট ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ হাজার কেজি ডিএপি, ৫ শ’ কেজি এমওপি ও ৫০ কেজি সরিষা বীজ বিতরণ করা হয়।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৪:৪৭পিএম/১৪/১১/২০১৯ইং)