• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন

শ্রীলঙ্কাকে হারাতে চান তামিম


প্রকাশের সময় : মার্চ ৬, ২০১৭, ৩:৩৯ PM / ৩৪
শ্রীলঙ্কাকে হারাতে চান তামিম

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সব সংস্করণের ক্রিকেটে তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। সব ফরম্যাটে একমাত্র তারই সেঞ্চুরি আছে। সবার চেয়ে তিন পর্যায়ে রানও বেশি। শ্রীলঙ্কায় আছে ভালো খেলার অভ্যাস। কিন্তু ফর্মটা বড় রান করার মতো অবস্থায় নেই। তামিম ইকবাল তবু অবশ্য নিজের সামর্থ্য নিয়ে অতো ভাবেন না। সহ-অধিনায়ক তিনি। মানে বাড়তি দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই গলে তামিম বলেছেন, দেশের বাইরে বাজে খেলার বদ অভ্যাসটা টাইগাররা পেছনে ফেলে এসেছে। ৭ মার্চ গলে শুরু প্রথম টেস্টেই তার প্রমাণ দেবে দল। জয়ের কথাই শুনাচ্ছেন তামিম!

ফর্মে নেই বলতে তামিম আন্তর্জাতিক ক্রিকেটে হালে সেই নিজেকে চেনাতে পারছেন না। কখনো কখনো এমন হয়। তবে লঙ্কান একাদশের বিপক্ষে তার দুর্দান্ত সেঞ্চুরিটা নিশ্চয়ই আত্মবিশ্বাস বাড়িয়েছে। টাচে এনে দিয়েছে। দল তো ভালো করছে। ধরে রাখতে পারছে না মোমেন্টাম। নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে চারদিনই দাপট ছিল টাইগারদের। তার আগে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে দেশে হারিয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ নিয়ে বলতে গিয়ে তামিমের ভাষ্য, ‘আমরা সবাই জানি এটা আমাদের জন্য কতোটা গুরুত্বপূর্ণ সিরিজ। আমাদের মনে হয়, এই সিরিজটা আমরা জিততেই পারি। আমাদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে ভালো সুযোগ পাবো।’

প্রতিপক্ষের প্রসঙ্গ টেনে ড্যাশিং ওপেনিং ব্যাটসম্যান বলে চলেন, ‘সন্দেহ নেই শ্রীলঙ্কা খুব ভালো দল। তবে নবীনের দল। কিন্তু আমরা সেরাটা খেলতে পারলে আমরাই ভালো করবো।’

বাংলাদেশ দলে কোচ চন্ডিকা হাথুরুসিংহে সহ তিনজন লঙ্কান। তারা দেশের প্রতিপক্ষ এখন। তথ্য তাদের কাছ থেকে অএনক আছে টাইগারদের। কিন্তু তামিমের চোখ মাঠে বাস্তবায়নের দিকে, ‘শ্রীলঙ্কার হয়ে খেলেছে বা সেখানে বেড়ে উঠেছে এমন কেউ দলে থাকা তো সহায়কই। অনেক তথ্য মেলে যা দামী। কিন্তু তার কতোটা আমরা বাস্তবায়ন করতে পারবো তা আমাদের নিজেদের ওপর নির্ভর করে। বিশ্বের সবাই আপনাকে তথ্য দেবে। সবচেয়ে বড় ব্যাপার মাঠে আপনি কিভাবে তা প্রমাণ করেন সেটাই।’

প্রসঙ্গত, এর আগে খেলা ১৬ টেস্টের ১৪টিতে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। ২টি ম্যাচ ড্র হয়েছে। (পরিবর্তন)

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:৪০পিএম/৬/৩/২০১৭ইং)