• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

শেষ দিনে প্রার্থিতা ফিরে পেলেন যারা …


প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০১৮, ১১:৪০ AM / ৫৩
শেষ দিনে প্রার্থিতা ফিরে পেলেন যারা …

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ শনিবার শেষ দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া আপিল শুনানিতে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল ও কয়েকজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

যাদের মনোনয়ন বৈধ তারা হলেন- নাঈম জাহাঙ্গীর (গণফোরাম, জামালপুর-৩ বৈধ), আব্দুল কাইয়ুম খান (ইসলামী আন্দোলন, নেত্রকোনা-১, বৈধ), এ কে এম লুৎফর রহমান (ময়মনসিংহ-১, বৈধ), চৌধুরী মোহাম্মদ ইসহাক (ময়মনসিংহ-৬, বৈধ )।

আজ শেষ দিনে ২৩৩ জনের আপিল শুনানি হবে। এর আগে নির্বাচন কমিশনে আপিল করে দ্বিতীয় দিন গতকাল শুক্রবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৭৮ নেতা। এর মধ্যে বিএনপির ২১, আওয়ামী লীগের একসহ ১৫টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আছেন ১৩ জন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৪০এএম/৮/১২/২০১৮ইং)