• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

শূন্য রানেই আউট ইমরুল-সাব্বির


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০১৭, ১০:৪৯ AM / ৩২
শূন্য রানেই আউট ইমরুল-সাব্বির

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সৌম্য সরকারের পর ইমরুল কায়েস ও সাব্বির রহমানকেও তুলে নিয়েছেন প্যাট কামিন্স। দুজনেই আউট হয়েছেন কোন্ রান না করেই। টস জিতে ব্যাট করতে নেমে ১০ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। আগের ওভারে হ্যাজেলউডকে চমৎকার বাউন্ডারি মেরে শুরু করা সৌম্য কামিন্সের পেসে ছিলেন অস্বস্তিতে। ওভারের পঞ্চম বলটা ড্রাইভ করতে গিয়েছিলেন, টপ এজ হয়ে তা চলে যায় গালিতে দাঁড়ানো হ্যান্ডসকম্বের হাতে।

পরের ওভারে বল করতে এসে আরও বিষাক্ত কামিন্স। তার বাড়তি বাউন্সে তাল পাচ্ছিলেন না ইমরুল। ৬ বল খেলেই ইনসাইড এজ হয়ে ক্যাচ দিয়ে দেন ম্যাথু ওয়েডকে। পরের বলেই গোল্ডেন ডাক সাব্বির। তিনি উইকেটের পেছনে ক্যাচ দেন কামিন্সের বলে। ব্যাটে লাগার পরও রিভিউ নিয়েছিলেন। নষ্ট হয়েছে তা।
সকালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মুশফিক। আগের রাতের বৃষ্টিতে সকালে পেসাররা মুভমেন্ট পেলেও বেলা গড়াতেই ব্যাটিংয়ের জন্য আদর্শ হবে পিচ। এমন যুক্তি মুশফিকের। টস জিতলে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন স্টিভেন স্মিথও।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:৪৫এএম/২৭/৮/২০১৭ইং)