• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

শুভংকরের ফাঁকি


প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০১৭, ৭:৫৯ PM / ৪৪
শুভংকরের ফাঁকি

শারমিন সুলতানা রীনা

———————————————-

এক হাতে আজ অগ্লিবিলাস
অন্য হাতে তুষারপাত
এক হৃদয়ে তবু কেন
হায় এতো ঘাত প্রতিঘাত?
দিন চলে যায় দিনের মতো
নেমে আসে রাত ধীরে
আনমনে তাই যাই হারিয়ে
হাজার স্মৃতির সেই ভীড়ে।
টুকরো টুকরো স্মৃতিগুলো
রেশমী সুতোয় তাই বুনি
দখিন বায়ে পথিক তোমার
গহীনের ডাক ক্যান্ শুনি?
সেই ডাকেরই মোহ মায়ায়
জলছবিটা যাই আঁকি
স্মৃতির পাতা ছুঁতেই দেখি
শুভংকরের সব ফাঁকি।।।