• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

শুধু পুলিশ না, রাজনীতিকরাও ঘুষ খায় : কাদের


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০১৭, ৯:৩৮ PM / ৪৩
শুধু পুলিশ না, রাজনীতিকরাও ঘুষ খায় : কাদের

 

ঢাকারনিউজ২৪.কম, নোয়াখালী : শুধুই যে পুলিশ ঘুষ খায় তা নয়, রাজনীতিকরাও ঘুষ খায়। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার দুপুরে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘টাকার বিনিময়ে চাকরির জন্যে সুপারিশ, তদবির সবই করেন রাজনীতিবিদরা। নির্বাচন এলে রাজনীতির অঙ্গন টাকায় কেনা-বেচা হয়। রাজনীতিকদের সৎ হতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করার ফল বৃথা যায় না।’
দলীয় সংসদ সদস্যসহ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘মনে রাখবেন সততাই শক্তি, সততাই মুক্তি। ত্যাগীদের মূল্যায়ন হবেই।’
পুলিশের বিরুদ্ধে ঘুষ খাওয়ার অভিযোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গুটি কয়েক অসৎ পুলিশ সদস্যের ঘুষ, দুর্নীতি ও অন্যায়ের দায়ভার পুরো বাহিনী নিতে পারে না।’
তিনি সম্প্রতি কয়েকটি জঙ্গি আস্তানায় পুলিশের সাহসী অভিযান ও মাদক নিয়ন্ত্রণে ভূমিকার কথা তুলে ধরেন।
কাদের বলেন, ‘দেশের টাকায় পদ্মাসেতু নির্মাণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। দেশ জুড়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা পুলিশের সঙ্গে জনতার ব্রিজ নির্মাণে কাজ করবে। জনস্বার্থে, দেশের স্বার্থে পুলিশ ও জনগণের যে সেতু নির্মাণ হবে, তা বিশ্বাসের, আস্থার, ভালোবাসার ও ন্যায় বিচারের।’
সমাবেশে প্রধান আলোচক ছিলেন, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্লাহ, জেলার সাংসদবৃন্দ, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস প্রমুখ।
মহাপরিদর্শক একেএম শহীদুল হক তার বক্তব্যে বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ দারুণ ভূমিকা রাখছে। দেশের মালিক জনগণ, পুলিশ জনগণের সেবক। কিন্তু দেখা যায় জনগণ ও পুলিশের মধ্যে বড় দূরত্ব বাড়ছে। জনতা ও পুলিশের সে দূরত্ব কমিয়ে আনতে হবে।’
এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে জেলা পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে থেকে প্রায় ১৩ হাজার কমিউনিটি পুলিশের সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিকালে মন্ত্রী এবং আইজিপি কোম্পানিগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। সন্ধ্যায় আইজিপির উপস্থিতিতে জেলা পুলিশ লাইন্স মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হয়।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৩২পিএম/৪/২/২০১৭ইং)