• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

শুদ্ধ বাংলা ভাষা শিখুন : তথ্যমন্ত্রী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০১৮, ১০:১০ AM / ৩৩
শুদ্ধ বাংলা ভাষা শিখুন : তথ্যমন্ত্রী

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : শুদ্ধভাবে বাংলা ভাষা শেখা নিশ্চিত করার পরই বিদেশি ভাষাচর্চা করার ওপর গুরুত্ব দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নিজের শেকড় সুদৃঢ় করতে সন্তানদের শুদ্ধভাবে বাংলা ভাষা শেখাবার বিকল্প নেই।’

২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল আয়োজিত ৭ম আন্তস্কুল বাংলা অলিম্পিয়াড ২০১৮-এর পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা ও জ্ঞানার্জনের প্রয়োজনে আমরা বিদেশি ভাষা শিখব, ভালোভাবেই শিখব। সেই অর্জিত জ্ঞান বাংলায় প্রয়োগ করব। তাহলেই সে জ্ঞান ও চেতনা আপামর মানুষের কাছে পৌঁছবে। আর বিতরণেই জ্ঞানের বৃদ্ধি ঘটে।’

গীতিকবি গুরুসদয় দত্তকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘“কায়মনে বাঙ্গালী হ”, “ষোলআনা বাঙ্গালী হ”, “বিশ্ব-মানব হবি যদি, শাশ্বত বাঙ্গালী হ”।’

এ অলিম্পিয়াডে ৬২টি ইংরেজি মাধ্যমের স্কুল থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। হাসানুল হক ইনু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ছাড়া সভায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন উর রশিদ সম্মানিত অতিথি ছিলেন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:০৮এএম/২৩/২/২০১৮ইং)