• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০২:০১ অপরাহ্ন

শিরোনামহীন


প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০১৮, ১০:১২ AM / ৩৮
শিরোনামহীন

মারুফুল ইসলাম
________________________________________________________________
মধ্যাহ্নে যাদের চোখের তারায় আমি উপচে পড়তে দেখেছি বিশ্বাস
পড়ন্ত বিকেলের হেলে পড়া আলোয় চকচক করে ওঠে তাদের হাতে ধরা চাকু
যাদের হাতে তুলে দিয়েছি বিস্তীর্ণ শস্যক্ষেত্রের বর্গা
তারাই ফসলের পরিবর্তে গোলা ভরে রেখে গেছে চোঁচাঁ
যাদের নিমন্ত্রণ করে এনে ঘরের দাওয়ায় বসতে দিয়েছি পিঁড়ে
খেতে দিয়েছি কবরি কলা
গামছাপাতা দই
শালি ধানের চিড়ে
আর বিন্নি ধানের খই
ভুলেও ভাবিনি সেইসব ভ্রমরের সঙ্গে আছে গুপ্তি

বিশ্বাসঘাতকেরা আমার পিঠে উপর্যুপরি মেরেছে ছুরির পর ছুরি
বুলেটের বৃষ্টিধারায় বারংবার ঝাঁঝরা হয়ে গেছে আমার পৃষ্ঠদেশ
তারা নিরন্তর আমার কবর রচনা করতে চায়
অকৃতজ্ঞ অসূয়ায়
নিজেদের সীমাবদ্ধতায়

বিপরীতে বিশ্বব্রহ্মাণ্ডের এক কোণে
প্রকৃতির কোলে নিজের নির্জনে
আমি তবু জেগে থাকি
বেঁচে থাকার স্বয়ম্ভু সম্ভাবনায়

হে কৃতঘ্ন বিশ্বাসঘাতকের দল
অন্তত একবার আমার সামনে এসে দাঁড়াও
চোখে রাখো চোখ
উচ্চারণ করো তোমাদের সত্য।