• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

” শিরোনামহীন -২১২ “


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২২, ১১:০০ AM / ৪৭
” শিরোনামহীন -২১২ “

গোলাম কবির

_____________________________________

কথা ছিলো তার সাথে,
আবার দেখা হবে
কোনো এক হাটবারে,
হলো না তো দেখা!
তারপর!
চোখে নামলো পাহাড়ি ঢল!
এখন হারিয়ে গেছে
জীবনের সব রং
কারফিউ নামা সন্ধ্যায় ,
থেমে গেছে সব কথা!
এখন গহীন আঁধার রাতে
মনে হয় কারা জানি
জল্লাদের মতো
হানা দেয় স্মৃতির দুয়ারে!
উচাটন মনে শুনতে পাই
পরিযায়ী পাখির ঝরাপালকের
সাথে গলাগলি ধরে কাঁদে
মজে যাওয়া ছোট্ট কোনো নদী!
বুক যার এখন শুধুই
সবুজ ফসলের মাঠ।