• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

শিবগঞ্জে মাসিক কেস কনফারেন্স সভা


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২২, ১০:৪০ PM / ১৬০
শিবগঞ্জে মাসিক কেস কনফারেন্স সভা

 

মোঃ আমিনুল হক, চাঁপাইনবাবগঞ্জ(শিবগঞ্জ) : শিবগঞ্জে মাসিক কেস কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে সিএসপিবি প্রকল্পের আওতায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে কেস ম্যানেজমেন্টভূক্ত ৮ জন শিশুর বিভিন্ন ধরণের কেস নিয়ে আলোচনা করা হয়। প্রতিটি কেসের করণীয়, সমস্যা ও সমাধানসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৪টি সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটি-সিবিসিপিসি’র তালিকা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সমাজকর্মীকে প্রদান করে কমিটির সাথে যোগাযোগের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নওয়ারী কেস ম্যানেজমেন্টভূক্ত ১৮৯ জন সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারকে কিভাবে সরকারের বিভিন্ন সেবার সাথে সম্পৃক্ত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিশু সুরক্ষায় সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফিন্ড সুপারভাইজার শাহজালাল, ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামান, আলী হায়দার ও শিশু সুরক্ষা সমাজকর্মী সেনারুল ইসলামসহ সংশ্লিষ্টরা।