মোঃ আমিনুল হক, আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮২০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া বলেন, রবি ২০২৫-২৬ মৌসুমে রোরো ধান হাইব্রীড-উফশী ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১২০ কৃষকের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রীড জাতের ধান বীজ দেয়া হয়।
প্রধান সম্পাদক : সোনিয়া দেওয়ান প্রীতি