• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

শিবগঞ্জে আ.লীগের সভাপতি মুক্তা-সম্পাদক টুটুল


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২০, ১১:২৭ PM / ২৭
শিবগঞ্জে আ.লীগের সভাপতি মুক্তা-সম্পাদক টুটুল

মোঃ আমিনুল হক, আঞ্চলিক প্রতিনিধি(চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে রানীহাটি ডিগ্রি কলেজ চত্বরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পাঁচ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সহসভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, যুগ্ন সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া ও আবদুর রহমান এডু স্থান পেয়েছেন। কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এছাড়াও চারজন সদস্যের নাম ঘোষণা করা হয়। এর আগে রানীহাটি বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন- জনগণের ভালোবাসা অর্জন ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। এর গুন্ডা-মাস্তান ব্যবহার করে সাময়িক ক্ষমতা দখলে রাখা যায়, কিন্তু স্থায়ীভাবে টিকে থাকা যায় না। খালেদা-তারেক জিয়া, হুসেইন মোহাম্মদ এরশাদও তা পারেনি। তিনি আরও বলেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় ও ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সার্বিক উন্নয়নে সর্বদায় নিজের সবটুকু দিয়ে কাজ করে যাচ্ছেন মা-বাবা, ভাই-বোনসহ সকলকে হারানো এ নেত্রী। কোন চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্থ, সন্ত্রাসীদেরকে আওয়ামী লীগের কমিটিতে স্থান পাবে না। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, সাবেক প্রতিমন্ত্রী বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলহাজ্ব এনামুল হক, বেগম আক্তার জাহান, অধ্যাপক মেরিনা জামান, শাহাবুদ্দীন ফরাজি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি সাবেক সাংসদ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী, সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এদিকে সম্মেলনে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:২৮পিএম/২৩/২/২০২০ইং)