• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

শহীদ দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০১৯, ৮:৩৫ PM / ৩৩
শহীদ দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি : মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ফুল দিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।

একুশের প্রথম প্রহরে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ শামীম এবং সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদের নেতৃত্বে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় ইবি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এম এইচ কবির,দপ্তর সম্পাদক মুরতুজা হাসান,কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ,প্রচার সম্পাদক প্রিতম মজুমদার,সিনিয়র সদস্য রেজা আহমেদ জয়,কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজ রাকিব,তৌফিক আলম ও মোয়াজ্জেম আদনান উপস্থিত ছিলেন।

এর আগে শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড.হারুন-উর-রশিদ আসকারী।এর পর ইবির বিভিন্ন সংগঠন একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।এসময় ১ মিনিট নিরবতা পালন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৮:৩২পিএম/২১/২/২০১৯ইং)