• ঢাকা
  • রবিবার, ১৬ Jun ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন

শপথ নিলেন বিএনপির এমপি জাহিদ


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০১৯, ৩:২৪ PM / ৮৩
শপথ নিলেন বিএনপির এমপি জাহিদ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত মো. জাহিদুর রহমান (জাহিদ) সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে তিনি শপথ নিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি নিয়ে উপস্থিত হন।

স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ-রানীশংকৈল) থেকে জাহিদুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. ইমদাদুল হক। তিনি ৮৪ হাজার ৩৮৫ ভোট পান।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:২৩পিএম/২৫/৪/২০১৯ইং)