• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

শচীনের টুইটে ‘অঘটন’ শব্দ নিয়ে তোলপাড়


প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০১৭, ১২:১৯ PM / ১০৬
শচীনের টুইটে ‘অঘটন’ শব্দ নিয়ে তোলপাড়

 

ঢাকারনিউজ২৪.কম, মুম্বাই : বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সাকিবদের অবাস্তবকে বাস্তব করতে দেখে দারুণ খুশি শচীন তেন্ডুলকার, বীরেন্দ্র শেহবাগ।

বাংলাদেশ জেতার কিছুক্ষণের মধ্যেই দু’জনেই অভিনন্দন জানিয়েছেন। শচীন টুইট করেন, ‘দু’দিন দুটো অঘটন! বিসিবি–র বাঘেরা সত্যিই দুর্দান্ত পারফর্ম করল। টেস্ট ক্রিকেট উন্নত হচ্ছে।’ শেহবাগ নিজস্ব ঢঙে কিছু লেখেননি বটে। তবে যা লিখেছেন, তাতে মনের ভাব স্পষ্ট, ‘ওয়েল ডান বাংলাদেশ।
অস্ট্রেলিয়াকে হারাতে তোমাদের বাড়তি তাগিদটা চোখে পড়েছে।’ তবে শচীনের টুইটে ‘অঘটন’ শব্দটা অনেক ক্রিকেট অনুরাগীই ভালভাবে নেননি। যে তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারতীয় সমর্থকরাও রয়েছেন। শচীনের টুইটের জবাবের পাল্টা দিয়ে কেউ লিখেছেন, ‘এটা অঘটন নয়। কেন আপনার এটাকে অঘটন মনে হয়েছে?’ আবার কেউ বলেছেন, ‘কেন এটাকে অঘটন হিসেবে দেখছেন।

এটা পাঁচদিনের টেস্ট ম্যাচ। তারচেয়েও গুরুত্বপূর্ণ ১৫টা সেশন। আমরা ওদের হারিয়েছি।’ আরেক অনুরাগীর কথায়, ‘ঘরের মাঠে এখন অস্ট্রেলিয়াকে হারানোটা আর অঘটন নয়।’ অন্যজন বলেছেন, ‘অঘটন! এটা কোনও উপহার নয়। লড়াই করে অর্জন করতে হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:১৭পিএম/৩১/৮/২০১৭ইং)