• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

লড়াই করে জেতার আনন্দই আলাদা : প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : জুন ১০, ২০১৭, ১১:০৩ AM / ৫৩
লড়াই করে জেতার আনন্দই আলাদা : প্রধানমন্ত্রী

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়ের পর তিনি বলেছেন, ‘লড়াই করে জেতার আনন্দই আলাদা।’

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৩৩ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর সাকিব-রিয়াদের অতিমানবীয় এক জুটি বাংলাদেশকে জয় এনে দেয়।

এমন লড়াই দেখে প্রধানমন্ত্রী আপ্লুত। তিনি বলেছেন, ‘লড়াইয়ের ধারা অব্যাহত রাখতে হবে।’

বাংলাদেশ এদিন টস হেরে আগে বল করতে নামে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ২৬৫ রান করে। বাংলাদেশ সেটা টপকে যায় ৪৭.২ ওভারে। জয়ের পথে সাকিব আল হাসান ১১৪ রান করেন। সেইসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ ১০২ রানে অপরাজিত থাকেন।

এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেঁচে থাকল। অস্ট্রেলিয়া তাদের নিজেদের ম্যাচে হেরে গেলেই আইসিসির কোনও টুর্নামেন্টে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করবে টিম টাইগার্স।

প্রধানমন্ত্রীর বিশ্বাস এভাবে লড়াই করতে পারলে ‘জয় আসবেই’।

জয়ের দুই নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:০০এএম/১০/৬/২০১৭ইং)