• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

র‍্যাবের অভিযানে দুই ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী আটক


প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০১৮, ৪:২৭ PM / ৪৩
র‍্যাবের অভিযানে দুই ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী আটক

ফরিদুল ইসলাম(রঞ্জু), ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও ও দিনাজপুরে র‍্যাব-১৩’র হাতে  ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারীর দুই সদস্য আটক হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু যুবক প্রশ্নপত্র ফাঁস করার নামে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া প্রশ্ন দিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছে।

সম্প্রতি এইচ.এস.সি পরীক্ষা চলাকালীন তারা প্রশ্নপত্রের নামে প্রতারণা করছে।ফেসবুক ম্যাসেঞ্জারে কথোপকথনের ছায়া লিপি সহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে র‍্যাব কর্তৃপক্ষের কাছে অভিযোগ আসে।বুধবার(১১ এপ্রিল) ভোরে র‍্যাব-১৩,ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১এর একটি আভিযানিক দল ঠাকুরগাঁও পৌর এলাকার গোয়ালপাড়ায় অভিযান চালিয়ে সাগর ইসলামকে(২৩) আটক করে।সে পূর্ব গোয়ালপাড়ার আব্দুস সোবহানের ছেলে।একই অভিযানে দিনাজপুর বোচাগঞ্জ নেহালগাঁওয়ের অভিযুক্ত শরীফ উদ্দিনের ছেলে সোহেল রানা(১৯)কে আটক করে।

র‍্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর অধিনায়ক সাকিব তালুকদার নাজমুস জানান,অভিযুক্তদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাব দেশের শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনা,জঙ্গীবাদ নিরসনসহ সকল প্রকার অপরাধ দমনে কাজ করে যাচ্ছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৪:২৭পিএম/১১/৪/২০১৮ইং)