• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

রোহিঙ্গাদের থাকতে দিলে ১০টা কাশ্মীর বানাবে : রামদেব


প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০১৮, ১২:০২ AM / ৪৭
রোহিঙ্গাদের থাকতে দিলে ১০টা কাশ্মীর বানাবে : রামদেব

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : আসামের ‘অবৈধ অভিবাসীদের’ নাগরিক তালিকা থেকে বাদ দেয়ার ঘটনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন ভারতের যোগগুরু রামদেব। এমনকি রোহিঙ্গাদের থাকতে দিলে ভারতে আরও ১০টি কাশ্মীর হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

হারিয়ানা রাজ্যের রোহতাক জেলায় এক অনুষ্ঠানে রামদেব বলেন, ভারতে এ মুহূর্তে চার কোটি অবৈধ অভিবাসী আছে। তাদেরকে অবশ্যই তাদের দেশে ফেরত পাঠাতে হবে।

তিনি বলেন, তারা বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা এমনকি আমেরিকান হোক- তারা অবৈধ অভিবাসীই। তারা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। তাদেরকে অবশ্যই ফেরত পাঠাতে হবে।

এই যোগগুরু বলেন, একটা কাশ্মীর নিয়ন্ত্রণ করা আমাদের সম্ভব হচ্ছে না। যদি রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয় তারা আরও ১০টা কাশ্মীর বানিয়ে ছাড়বে।

উল্লেখ্য, যোগগুরু রামদেব ধনকুবের পতঞ্জলি ব্যবসায়ী। বলা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে তার ব্র্যান্ডটি বিশ্বে শীর্ষে অবস্থান করবে। মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনাম হন এই ধর্মীয় নেতা। খবর: এনডিটিভি

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:৪৫পিএম/১০/৮/২০১৮)