• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

রোববার দেশে ফিরবেন রওশন এরশাদ


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২২, ৮:৩৭ PM / ৯৭
রোববার দেশে ফিরবেন রওশন এরশাদ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশে ফিরে আসছেন।

বুধবার (২৩ নভেম্বর) রওশন এরশাদের একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

এসময় তার দীর্ঘ চিকিৎসাকালে সঙ্গে অবস্থানকারী ছেলে রাহগীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।

এর আগে বিরোধীদলীয় নেতা ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অধিবেশনে যোগদান শেষে গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন। প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন রোববার।

তার অসুস্থতা ও চিকিৎসাকালীন সময়ে আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা করার জন্য দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।