• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

রূপগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭৫


প্রকাশের সময় : জুন ৬, ২০২০, ৮:৫৭ PM / ৩৯
রূপগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৭৫

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে নতুন করে শনাক্ত হয়েছে আরো ৫০ জন। এনিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ৫৭৫ জনে। শনিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন জানান, শনিবার বিকেলে আসা রিপোর্টে গত ২ জুন গাজী কোভিক-১৯ পিসিআর ল্যাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউএসবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ২০০ জনের পাঠানো নমুনার মধ্যে ৫০ জনের করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ৫৭৫ জনে। উপজেলায় করোনায় মৃত্য বরণ করেছে ৬ জন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছে ১৫ জন। নতুন আক্রান্ত ৫০ জনকে তাদের আক্রান্তের বিষয়টি মোবাইলের মাধ্যমে জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে কেউ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থাকতে চায় তাদের থাকার ব্যবস্থা করা হবে তিনি আরো জানান।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৮:৫৭পিএম/৬/৬/২০২০ইং)