• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯


প্রকাশের সময় : মে ৩, ২০১৮, ১১:০৪ AM / ৫৮
যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে এক সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহী নিহত হয়েছেন।

গতকাল বুধবার(২ মে) যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে সাভানাহ শহরের এক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় সি-১৩০ মডেলের এ বিমানটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন জানিয়েছে, পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ড বাহিনীর মালিকানাধীন বিমানটি প্রশিক্ষণের জন্য চালনা করা হচ্ছিল।

পুয়ের্তো রিকো এয়ার ন্যাশনাল গার্ড বাহিনীর মুখপাত্র মাজ পল ডালেন জানিয়েছেন, বিমানে পাঁচজন ক্রু ও চারজন আরোহী ছিল বলে তারা নিশ্চিত হয়েছেন।

প্রাথমিকভাবে বলা হয়েছিল, এই বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তবে এখন আশঙ্কা করা হচ্ছে ৯ জনই নিহত হয়েছেন। নিহতদের আত্মীয়দের সাথে যোগাযোগের পর তাদের নামের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জর্জিয়া এয়ার ন্যাশনাল গার্ড ক্যাপ্টেন জেফ্রি বেজোর।

এদিকে এক টুইটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এই ঘটনার ওপর লক্ষ্য রাখছেন।

সোশ্যাল মিডিয়ায় এ দুর্ঘটনার ছবি ছড়িয়ে পড়ে কম সময়ের মাঝেই। ওই এলাকায় দ্রুত ফায়ার সার্ভিস ও উদ্ধার কর্মীরা উপস্থিত হন। দুর্ঘটনার পর ওই এলাকায় গাড়ি নিয়ে ঢুকতে সাময়িকভাবে নিষেধ করা হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:০৫এএম/৩/৫/২০১৮ইং)