• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সদর দফতরের সামনে গোলাগুলি, আহত ১


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০১৮, ১০:৫৮ PM / ৩৫
যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সদর দফতরের সামনে গোলাগুলি, আহত ১

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সদর দফতরের সামনে গোলাগুলির ঘটনায় কমপক্ষে একজন আহত হয়েছে। এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। খবর : বিবিসি

আগে একটি প্রতিবেদনে বলা হয়, তিনজন ওই ঘটনায় আহত হয়েছে।

কিন্তু স্থানীয় পুলিশ জানিয়েছে একজন আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তি নাকি পুলিশ গুলি চালিয়েছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।

এনবিসি নিউজের খবরে বলা হয়, তারা হেলিকপ্টার থেকে দেখতে পেয়েছেন পুলিশ মাটিতে বসা হাতকড়া পরিহিত একজনকে ঘিরে অবস্থান করছিল।

বুধবার স্থানীয় সময় সকাল ৭ টায় ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দফতরটির মূল প্রবেশ পথে একটি এসইউভি-কে জোর করে থামানো হয় বলে জানায় সিবিএস।

এনএসএ’র প্রধান কার্যালয়ে যানবাহন প্রবেশের ফটকে থাকা গাড়িটির গায়ে বুলেটের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।

এনএসএ, পুলিশ, এফবিআই ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় সক্রিয় আছে বলে জানিয়েছে সিবিএস।

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং সেখানে আর কোনো নতুন হুমকি দেখা যাচ্ছে না।

এসইউভি গাড়িটি ওই জায়গায় ঠিক কী উদ্দেশ্যে গিয়েছিল তা পরিষ্কার নয়।

হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি লিন্ডসে ওয়াল্টারস বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং তারা হতাহতদের প্রার্থনা করছেন।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:৫৬পিএম/১৪/২/২০১৮ইং)