• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

যুক্তরাজ্যে ফাঁকা মাঠ থেকে উদ্ধার গুপ্তধন!


প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০১৮, ৩:৫৯ PM / ৭৮
যুক্তরাজ্যে ফাঁকা মাঠ থেকে উদ্ধার গুপ্তধন!

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : যুক্তরাজ্যের সমারসেটের ক্রিউক্রেনে একটি ফাঁকা মাঠে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালান সাবেক সেনাকর্মী জেসন মাসে। শুধুমাত্র একটি মেটাল ডিটেক্টরের সাহায্যেই তিনি এই গুপ্তধনের হদিস পান। গুপ্তধনটি থেকে প্রায় ১৮০০ বছর আগের স্বর্ণের আংটি ও স্বর্ণমুদ্রা পাওয়া গেছে।

সম্প্রতি ‘ডিটেক্টিং ফর ভেটেরানস’ নামের একটি গ্রুপের হয়ে জেসন মাসে শখের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালান।

সেখান থেকে প্রায় ১৮০০ বছর আগের একটি রোমান আংটির খোঁজ পাওয়া গেছে। আংটিটি ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি। আংটিটির ওপরে রোমান দেবী ভিক্টোরিয়ার ছবি খোদাই করা আছে।

আংটিটি ২০০ থেকে ৩০০ খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছিল বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
সমারসেটে একটি ফাঁকা মাঠে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালান জেসন মাসে। ছবি: সংগৃহীত

ইতোমধ্যে ব্রিটিশ মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে আংটিটি পাঠানো হয়েছে। এটির মূল্য কত হতে পারে তা মিউজিয়াম কর্তৃপক্ষ জানার চেষ্টা করছে। যে মূল্য পাওয়া যাবে আংটিটি থেকে তার ৫০ ভাগ টাকা জেসন এবং সমারসেটের সেই মালিককে সমান ভাগে পাবেন।

জানা গেছে, গুপ্তধনটি থেকে রোমান আংটি ছাড়াও ৬০টি রোমান মুদ্রা পাওয়া গেছে। মুদ্রাগুলোর বেশিরভাগই ব্রোঞ্জ ও রুপার।

সাউথ ওয়েস্ট হেরিটেজ ট্রাস্টের এক কর্মকর্তা এ বিষয়ে জানান, এর আগেও সমারসেটে বিভিন্ন ধরনের প্রাচীন আংটি পাওয়া গেছে। সূত্র : ডেইলি মেইল

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:৪৮পিএম/৪/৮/২০১৮ইং)