• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

যারা লকডাউনের পক্ষে বলছেন তাদের প্রতি নীলা রহমানের প্রশ্ন


প্রকাশের সময় : মে ২৯, ২০২০, ৬:৫৩ PM / ২৯১
যারা লকডাউনের পক্ষে বলছেন তাদের প্রতি নীলা রহমানের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : ‘ক্রাইম পেট্রল ডট নিউজ’ এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান মিজান এর স্ত্রী বিশিষ্ট ব্যবসায়ী নীলা রহমান এক ফেসবুক স্টেটাসে লকডাউন তুলে নেয়ার পক্ষে তার মতামত ব্যক্ত করতে গিয়ে সাধারন মানুষদের প্রতি বেশকিছু প্রশ্ন রেখেছেন।ঢাকারনিউজ২৪.কম এর পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘যেই দেশে দুই কোটি একচল্লিশ লক্ষ মানুষের দৈনিক উপার্জন ১৪৮টাকার কম অর্থাৎ হতদরিদ্র সে দেশে লকডাউন কতটা যৌক্তিক?

যেই দেশে তিন কোটি ষাট লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে সেই দেশে লকডাউন কতটা যৌক্তিক?

যেই ঢাকায় দুই লক্ষ রিকশাওয়ালা রয়েছে সেখানে লকডাউন কতটা যৌক্তিক?

শহুরে নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্তের কথা বাদ দিয়ে যদি শুধু মধ্যবিত্তের কথা চিন্তা করি তাহলে একটি ৩/৪ রুমের বাসায় ৪/৫/৬ জন মানুষ বসবাস করা দেশে সোস্যাল ডিসটেন্স কীভাবে সম্ভব?

গ্রামের বেশিরভাগ বাড়িতে ৩/৪ রুম থাকলেও পরিবারের সদস্য ৬/৭/৮ জন। সেই বাড়িগুলোতে সোস্যাল ডিসটেন্স কীভাবে সম্ভব?

বাংলাদেশে কয় লক্ষ মানুষ রাস্তায় বসবাস করে সেই হিসাবটা আমার জানা নেই। যেই দেশে এত মানুষ রাস্তায় যাযাবর জীবনযাপন করে সেই দেশে লকডাউন আর সোস্যাল ডিসটেন্স কীভাবে সম্ভব?

যেই দেশের লক্ষ কোটি টাকার ঋণ রয়েছে সেই দেশের সরকার তার জনগণকে বসিয়ে বসিয়ে খাওয়াবে কীভাবে?

যেই দেশের ফেডারেল রিজার্ভে ৩৩ বিলিয়ন ডলার রয়েছে সেই দেশ এই টাকা দিয়ে কয়দিন তার জনগণকে খাওয়াবে? বাংলাদেশের অসহায় মানুষের হিসেবে ৩৩ বিলিয়ন ডলার কোনো টাকার পর্যায়ে পড়ে না। আর এই টাকা খরচ করে ফেলার পর দেশের অর্থনীতির কি হবে? তখন অর্থনৈতিক মন্দায় কয় কোটি মানুষ মারা যাবে?
আসুন আমরা নিজেরাই সচেতন হই।’
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:৫২পিএম/২৯/৫/২০২০ইং)