• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

ম্যাককালামকে ছাড়িয়ে অ্যান্ডারসনের কিউই-রেকর্ড


প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০১৭, ১১:০১ AM / ৩৯
ম্যাককালামকে ছাড়িয়ে অ্যান্ডারসনের কিউই-রেকর্ড

 
ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি কোরি অ্যান্ডারসন। টি-টুয়েন্টি সিরিজে জায়গা পেলেও প্রথম দুই ম্যাচে সুবিধা করতে পারেননি তিনি। তবে শেষ ম্যাচে নিজের জাত চেনালেন এই মারকুটে ব্যাটসম্যান। বিধ্বংসী ব্যাটিং দিয়ে কোণঠাসা নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন তিনি। ৯৪ রানের ‘ঝোড়া’ ইনিংস খেলার পথে ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েন অ্যান্ডারসন।

শনিবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বাংলাদেশ সময় রোববার সকাল আটটায় শুরু হওয়া ম্যাচে অ্যান্ডারসন যখন ক্রিজে আসে তখন ৪১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসকে নিয়ে শুরুটা ধীরে করেন তিনি। এরপর খোলস থেকে বেরিয়ে এসে ৪১ বলে ২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অ্যান্ডারসন। এরমধ্যে চতুর্থ উইকেটে উইলিয়ামসনকে নিয়ে ৭২ বলে ১২৪ রানের দুর্দান্ত জুটি গড়েন এই মারকুটে ব্যাটসম্যান। আর তাতেই ১৯৪ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা।

নিউজিল্যান্ডের হয়ে এর আগে সর্বোচ্চ ৮ ছক্কা মারার রেকর্ড ছিল ম্যাককালামের দখলে। ২০১০ সালের ফেব্রুয়ারিতে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ বলে ১১৬ রানের অনবদ্য ইনিংস খেলার পথে ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। রোববার সেটিকে ছাড়িয়ে যান অ্যান্ডারসন। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ১৪টি ছক্কা মারার বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ান তারকা অ্যারন ফিঞ্চের দখলে।

২০১৩ সালের আগস্টে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ বলে ১৫৬ রানের দানবীয় ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েছিলেন অজি ওপেনার। এছাড়া রিচার্ড লেভি ১৩টি, ক্রিস গেইল ১১টি ছক্কা হাঁকিয়ে অ্যান্ডারসনের ওপরে রয়েছেন। তার সমান ১০টি ছক্কা মারার রেকর্ড রয়েছে গেইলেরও। (পরিবর্তন)

 

 

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:০০এএম/৮/১/২০১৭ইং)