• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

মোহনা টিভির রিপোর্টার মুশফিকুর নিখোঁজ


প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০১৯, ১০:৪৮ AM / ২৭
মোহনা টিভির রিপোর্টার মুশফিকুর নিখোঁজ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বেসরকারি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মুশফিকুর রহমানকে খুঁজে পাচ্ছে না তার পরিবার। শনিবার (৩ আগস্ট) বিকেলে মিরপুরের নিজ বাসা থেকে গুলশানে মামার সঙ্গে দেখা করার উদ্দেশে বেরিয়ে আর বাসায় ফেরেননি।

এ ঘটনায় শনিবার রাতে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মামা এজাবুল হক।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গুলশানে মামার সঙ্গে দেখা করে মিরপুরে ফেরার কথা ছিল তার। তবে তিনি ফেরেননি, বরং রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মুশফিককে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে মুশফিকের পরিবারের দাবি, গত ২১ জুলাই একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিল। ২২ জুলাই জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর পল্লবী থানায় জিডি করেছিলেন মুশফিক।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৪৯এএম/৪/৮/২০১৯ইং)